নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় পতাকা উত্তোলন ঘিরে তোলপাড় দেশ। এরইমাঝে দিল্লি পুলিশ ফুটেজ দেখে পতাকা উত্তোলনকারীকে শনাক্ত করতে সক্ষম হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম যুগরাজ সিং (২৩)। তাঁর বাড়ি পঞ্জাবের অমৃতসরে। প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের দিনই দিল্লিতে শান্তিপূর্ণভাবে ট্রাক্টর মিছিল করার কথা ছিল। কিন্তু মিছিল বের হতেই আন্দোলনকারীদের একাংশ নির্ধারিত রুট ভেঙে আউটার রিং রোড ধরে লালকেল্লায় পৌঁছয়। এরপর জোর করে লালকেল্লায় প্রবেশ করে আন্দোলনকারীরা এবং কেল্লার চূড়োয় নিশান সাহিবের পতাকা উত্তোলন করা হয়। এরপরই দেশজুড়ে শুরু হয় বিতর্ক। বিনা অনুমতিতে লালকেল্লায় ধর্মীয় পতাকা উত্তোলনের ঘটনায় তদন্তে নামে দিল্লি পুলিশ। বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখে তাঁরা অভিযুক্ত যুবককে চিহ্নিত করে। তাঁর বিরুদ্ধে জারি করা হয়েছে লুকআউট নোটিশ। যেকোনও সময়ে গ্রেফতার করা হতে পারে তাঁকে।সূত্র অনুযায়ী, অভিযুক্ত যুবকের সঙ্গে কোনও সংগঠনের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
in অর্থনীতি, দেশ, ব্রেকিং নিউজ, শিরোনাম
লালকেল্লায় পতাকা উত্তোলনকারীকে শনাক্ত করল পুলিশ
- 3shares
- 3shares