কলকাতা: ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় ‘জয় শ্রীরাম’ ধ্বনি উঠল বিধানসভায়। যাঁর জেরে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। এরইমধ্যে আবার সুজন চক্রবর্তীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপির দুলাল বর। বাম-বিজেপি বিধায়কের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। নজিরবিহীন গোলমাল বাধে অধিবেশন চলাকালীন। বৃহস্পতিবার ভিক্টোরিয়ার ঘটনা বলতে গিয়ে তৃণমূল বিধায়ক তাপস রায় বাম ও কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে ‘আপত্তিকর শব্দ’ ব্যবহার করেছেন। এই অভিযোগ তুলে, ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বাম, কংগ্রেস। প্রসঙ্গত, বুধবার থেকে বিধানসভায় শুরু হয়েছে দু’দিনের শীতকালীন অধিবেশন। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে মূলত কেন্দ্রীয় কৃষি আইন বিরোধী প্রস্তাব ও ভিক্টোরিয়াকাণ্ডের নিন্দা প্রস্তাব আনা হয়। কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে সর্বদলীয় প্রস্তাব আনা হয় বিধানসভায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই এই প্রস্তাব আনা হয়। একইসঙ্গে ২৩ জানুয়ারি ভিক্টোরিয়াকাণ্ডের নিন্দা প্রস্তাবও আনা হয়। বিধানসভায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষি আইন বাতিলের দাবিতে বিধানসভায় পেশ হওয়া প্রস্তাবের ওপর বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। দাবি করেন, দেশের পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। মমতা বলেন, ‘তিনটি বিল প্রত্যাহার করো, নইলে সরকার গদি ছাড়ো। দেশের পরিস্থিতি এখন সরকারের হাতের বাইরে। তাই প্রধানমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।’এদিন দিল্লির কৃষক আন্দোলনের পাশেও দাঁড়ান মমতা। বলেন, ‘কেউ সরকার বিরোধী আন্দোলন করলেই তাঁকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ২৬ জানুয়ারি কয়েকটা ছোট ঘটনার জন্য কৃষকদের দেশদ্রোহী, খালিস্তানি বলা হচ্ছে। এর তীব্র বিরোধিতা করছি।’ এদিন মমতা নাম না করে বিজেপিকে বলেন, ‘আগে দিল্লি সামলা, তার পর বাংলা।’
in বাংলা, ব্রেকিং নিউজ, রাজনীতি, শিরোনাম
বিধানসভার মুখ্যমন্ত্রী বক্তব্য চলাকালীন জয় শ্রীরাম ধ্বনি, বিতর্ক
- 2shares

- 2shares