in বাংলা, , রাজনীতি,

রাজ‍্যসভার সাংসদপদ এবং তৃণমূল ছাড়লেন দীনেশ ত্রিবেদী

নয়াদিল্লি: শুক্রবার রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। এদিন রাজ্যসভায় দীনেশ বলেন, প্রতিটা মানুষের জীবনে একটা সময় আসে। তখন তাঁকে অন্তরাত্মার আওয়াজ শুনতে হয়। আজ আমার জীবনেও এমন প্রহর এসেছে। আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখনও আমার জীবনে সেই সময় এসেছিল। সেই সময়েও সিদ্ধান্ত নিতে হয়েছিল, দেশ আগে নাকি দল আগে নাকি ব্যক্তি।
এরপরই দীনেশ বলেন, আমি যে রাজ্যের প্রতিনিধিত্ব করি সেই রাজ্য রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ক্ষুদিরাম বসুর ঐতিহ্যে ভরা পবিত্র ভূমি। কিন্তু সেখানে যে পরিমাণ হিংসা হচ্ছে তা দেখে আমার মন ভারাক্রান্ত। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি চাইছি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে।
পাশাপাশিই দীনেশ বলেছেন, ‘‘আমি তৃণমূল ছাড়ছি। তবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করতে চাই।’’ ফলে জল্পনা, অতঃপর বিজেপি-তে যোগ দিতে পারেন দীনেশ। একদা বিশ্বনাথপ্রতাপ সিংহের ঘনিষ্ঠ এই বর্ষীয়ান রাজনীতিবিদকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে তৃণমূলে নিয়ে এসেছিলেন।
এদিন দীনেশের ইস্তফা নিয়ে প্রশ্ন করা হলে, লোকসভার প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, উনি যে অসন্তুষ্ট ছিলেন সে কথা জানতাম। কিন্তু ইস্তফা দেবেন ভাবতে পারিনি। মনটা খারাপ হয়ে গেল।
সৌগতবাবু জানান, রবিবার তিনি দীনেশের সঙ্গে এক সাথে বিমানে দিল্লি গিয়েছিলেন। সেদিনও দীনেশের সঙ্গে তাঁর কিছু কথা হয়েছিল। কিন্তু আন্দাজ করতে পারেননি ব্যাপারটা এরকম জায়গায় যাবে।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চিনের প্রেসিডেন্টকে অবস্থান স্পষ্ট করলেন বাইডেন

শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া ইস্টবেঙ্গলের