in বাংলা, , রাজনীতি,

ভারতে একটাই সিন্ডিকেট, মোদী-শাহ সিন্ডিকেট, শিলিগুড়িতে আক্রমণ মমতার

শিলিগুড়ি: রবিবাসরীয় দুপুরে একদিকে যখন ব্রিগেডে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন অন্যদিকে উত্তরবঙ্গে শিলিগুড়িতে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা শেষে মূল্যবৃদ্ধি নিয়ে সরাসরি কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করলেন মমতা। শুধু তাই নয়, বারবার তাঁর কথায় উঠে এল সিন্ডিকেট প্রসঙ্গ। বললেন, ভারতে শুধুমাত্র নরেন্দ্র মোদী-অমিত শাহ সিন্ডিকেট চলে।এদিন শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত পদযাত্রার শেষে সফদর হাসমি চকে দাঁড়িয়ে সিন্ডিকেট ইস্যুতে মোদী সরকারকে তুলোধনা করলেন মমতা। বিজেপি বারবার অভিযোগ করে, বাংলায় তোলাবাজি আর সিন্ডিকেটের সরকার চলছে। আর তার পিছনে রয়েছেন পিসি-ভাইপো। এদিন মোদীর উদ্দেশে মমতা বলেন, “সবথেকে বড় তোলাবাজ তো আপনি। রেল, সেল, এয়ার ইন্ডিয়া, কোল ইন্ডিয়া বিক্রি করে কত তোলাবাজি হয়? উজ্জ্বলার আলো কোথায় গেল। কোটি কোটি টাকা খেয়ে নিয়েছে। ইন্ডিয়ায় একটাই সিন্ডিকেট আছে। নরেন্দ্র মোদী আর অমিত শাহ। আর কোনও সিন্ডিকেট নেই।”বাংলায় ভোট চাওয়ার আগে এলপিজি গ্যাস, পেট্রল, ডিজেলের দাম কেন বাড়ল তার জবাব প্রধানমন্ত্রীর কাছে চান মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট বলেন, “রান্নাঘরে আগুন লাগালে মা, বোনেরা ছেড়ে কথা বলবে না। বিনা পয়সায় গ্যাস দিতে হবে। অনেক গ্যাস দিয়েছ। ইলেকশনের আগে উজ্জ্বলা আর ইলেকশনের পরে জুমলা। আমরা বিনা পয়সায় খাদ্য, শিক্ষা, চিকিৎসা দিতে পারি। তোমাকে বিনা পয়সায় গ্যাস দিতে হবে। না দিলে একটা ভোটও কেউ দেবেন না।”

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু