ব্যারাকপুর: ভোটের আগে রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা টিকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন। ব্যারাকপুরের সভা থেকে পাল্টা আক্রমণ করে জেপি নাড্ডা বলেছেন মমতা জানেন না মোদী সরকার ৬০ বছর বয়সীদের থেকে সকলকে বিনামূল্যে সরকারি হাসপাতালে করোনা টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে। এবার রাজ্যে চালচুরির টিকা লাগবে, কাটমানির টিকা লাগবে, তোলাবাজির টিকা লাগবে। বাংলার মেয়েরা সবচেয়ে বেশি সংকটে রয়েছে বলে আক্রমণ শানিয়েছেন তিনি।ব্যারাকপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কটাক্ষ করে তিনি বলেছেন এবার বাংলায় চালচুরি, কাটমানির টিকা লাগবে। বাংলায় এবার আয়ুষ্মান ভারত, কিষাণ নিধি প্রকল্পেরও টিকাকরণ হবে বলে হুঙ্কার দিয়েছেন নাড্ডা।
প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটের আগে বাংলার মানুষকে বিনামূল্যে করোনা টিকা দিতে চায় রাজ্য সরকার। একথা জানিয়ে কেন্দ্রের কাছে টিকা কেনার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মমতা। তার প্রেক্ষিতের নাড্ডার এই কটাক্ষ বলে মনে করা হচ্ছে।ফের কৃষকদের স্বার্থ নিয়ে সওয়াল করেন নাড্ডা।রাজ্যের কৃষকদের মমতা সরকার বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন জেপি নাড্ডা। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন কিষাণ নিধি প্রকল্প থেকে বাংলার কৃষকদের বঞ্চিত করছেন মমতা। বিজেপি সরকার ক্ষমতায় এলে বাংলার কৃষকরা ১৮,০০০ টাকা করে পাবেন। চালু হবে কিষাণ নিধি প্রকল্প। চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। বাংলার মানুষ বিজেপির পরিবর্তন যাত্রাকে সমর্থন করেছে। এর থেকেই স্পষ্ট এবার বাংলার বিজেপি সরকার গড়বে। এমনই দাবি করেছেন নাড্ডা।