নিজস্ব প্রতিনিধি: বাংলায় তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে আরজেডি। দুপুরে নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিলেন তেজস্বী যাদব। তিনি বলেন,’পূর্ণশক্তি দিয়ে মমতা’জির পাশে আছি। বাংলায় থাকা বিহারের মানুষদের কাছেও সমর্থনের আহ্বান করব।’ দুপুরে নবান্নে এলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হল তাঁর। বৈঠকের পর তেজস্বী সাংবাদিকদের বলেন,’ভাষা, ভ্রাতৃত্ব ও সভ্যতা বাঁচানোর লড়াই। দেশের মানুষকে ঠকাচ্ছে বিজেপি। বিহারে নির্বাচনের সময় ২০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। তা পূরণ করেনি। পূর্ণশক্তি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর চেষ্টা করব। এখানে বসবাসকারী বিহারের মানুষদের বলব, তৃণমূলকে সমর্থন করুন।’বিহারে বিজেপি চালাকি করে নির্বাচনে জিতেছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তেজস্বীকে ‘ভাই’ সম্বোধন করে মমতা বলেন, ‘তেজস্বী ভাই বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন। আমিও করছি। বিহারে তেজস্বীকে চালাকি করে জিততে দেয়নি। লালুজি আমার বাবার মতো। তাঁকে জেলে রেখে যেভাবে অত্যাচার করছে, তা অনুচিত। বিহারে সরকার টিকবে না। বাংলাতেও আগামী দিনে কিছু পাবে না বিজেপি।’
in বাংলা, ব্রেকিং নিউজ, রাজনীতি, শিরোনাম
পূর্ণশক্তি দিয়ে মমতা’জির পাশে আছি : তেজস্বী যাদব
- 2shares
- 2shares