কলকাতা: সব জল্পনার অবসান। নন্দীগ্রাম থেকেই প্রার্থী হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শুভেন্দু অধিকারী। ফলে সেখানে এবার সরাসরি লড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর। শনিবার বাংলার প্রথম দু’দফার আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। তালিকায় সেরা চমক সন্দেহাতীতভাবেই শুভেন্দুর নামই। তাৎপর্যপূর্ণভাবে এদিন নন্দীগ্রামে মিছিল করেছেন বিজেপি-নেতা শুভেন্দু। বলেছেন, ‘মাননীয়া ভবানীপুর থেকে পালালেন কেন?’ নন্দীগ্রামে এবার প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশা মতোই নন্দীগ্রামে এবার মমতা বনাম শুভেন্দু। যা একুশের ভোটে বাংলায় অন্যতম বড় চমক বলেই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ। হাই ভোল্টেজ এই কেন্দ্রে এবার নজর থাকবে সবার। এই লড়াই দু পক্ষেরই ‘প্রেস্টিজ ফাইট।’নন্দীগ্রাম আন্দোলনে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। একদা বাম দুর্গ বলে পরিচিত এই এলাকাকে সন্ত্রাসমুক্ত করার অভিযান চলেছিল তাঁরই হাত ধরে। সেখানকার মানুষ, শহিদ পরিবারের সদস্যরাই বলেন, গত প্রায় দেড় দশক ধরে নন্দীগ্রামকে তাঁর সকাল, সন্ধে, মধ্যরাত দিয়েছেন শুভেন্দু অধিকারী।এ হেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলায় বিজেপি আর কাকে প্রার্থী করতে পারত! আর কে ছিলেন ‘মাননীয়াকে’ মুখোমুখি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো?বৃহস্পতিবার সন্ধ্যায় দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক চলাকালীন তাই নন্দীগ্রাম আসনের পাশে খস খস করে লেখা হয়ে গিয়েছিল শুভেন্দুর নামটাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা সকলেই উপস্থিত ছিলেন সেই বৈঠকে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নাকি হেসে বলেছিলেন, ‘শুভেন্দু মমতা দিদি আপকো নেতা বানাকেহি ছোড়েঙ্গি!
in বাংলা, ব্রেকিং নিউজ, রাজনীতি, শিরোনাম
নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু
- 2shares
- 2shares