দেবাশীষ চক্রবর্তী
পথচারীরা ফুটপাথে হাঁটতে চূড়ান্ত অসুবিধার মুখে পড়ছেন। মূলত ধর্মতলা বাসস্ট্যান্ডের সামনের ফুটপাথের অবস্থা যথেষ্ট শোচনীয়।
পুলিশ ও প্রশাসন ফুটপাথ দখলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিচ্ছে না। তবে শুধু ধর্মতলা নয় সারা কলকাতা জুড়েই কার্যত একই চিত্র উঠে আসছে। দখল হয়ে যাচ্ছে ফুটপাত। সারা কলকাতা জুড়ে হকাররা ফুটপাথ দখল করে আছে। সাধারণ মানুষ বুঝতে পারছেন না কীভাবে তারা প্রশাসনকে আঙ্গল দেখিয়ে এভাবে ফুটপাত দখল করে রয়েছে। পথচারীদের একটাই প্রশ্ন, এটা কি পুলিশ এবং হকারদের মধ্যে বোঝাপড়া, নাকি রাজনৈতিক ইস্যু?