in দেশ, ,

তেরঙ্গার অপমানে দুঃখিত দেশ বার্তা মোদীর

নয়াদিল্লি: বাজেট অধিবেশেনের দিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ২৬ জানুয়ারি লালকেল্লায় জাতীয় পতাকার অপমানের প্রসঙ্গ তুলে চরম বার্তা দেন। ৩১ জানুয়ারি নরেন্দ্র মোদী ‘মন কী বাত’ অনুষ্ঠানে যোগ দিয়ে ফের বার্তা দিলেন। তাঁর মন্তব্য, ‘দেশ ২৬ জানুয়ারি তেরঙ্গার অপমানে দুঃখিত!’
রবিবার, ‘মন কি বাত’ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় পতাকার অপমানে গোটা দেশ দুঃখিত হয়েছে। এরপরই তিনি বলেন, দেশের উন্নয়নে সকলের উচিত একযোগে দেশের উন্নয়নের বার্তা নিয়ে এগিয়ে যাওয়া।
পাশাপাশি এদিন মোদীর বক্তব্যে ‘মন কি বাত’ অনুষ্ঠানে উঠে আসে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের রুদ্ধশ্বাস জয়ের বার্তা। সেখান থেকে দেশের যুব সমাজকে অনুপ্রাণিত করার বার্তা। এছাড়াও এদিন মোদী মেদিনীপুরের পটচিত্র শিল্পীদের আঁকা নিয়ে ভূয়সী প্রশংসা করেন। সেখানে বাঁকুড়া, পুরুলিয়া , মেদিনীপুরের শিল্পীদের নিয়ে সরকারি উদ্যোগে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র অনুষ্ঠানেরও প্রশংসা করেন মোদী। এদিন তাঁর ভাষণে আত্মনির্ভর ভারতের প্রসঙ্গ থেকে দেশজুড়ে ভ্যাকসিনেশনের প্রসঙ্গও উঠে আসে।
এছাড়া করোনার বিরুদ্ধে ভারতের লড়াইয়ে বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণ নিয়ে প্রশংসার বার্তা দেন মোদী।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ