হুগলি: মঙ্গলবার রাতে ঘাসফুল ছেড়ে পদ্মফুল শিবিরে নাম লেখালেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। শুধু নামই লেখালেন না, ছোটবেলা থেকেই যে তিনি রামের ভক্ত, তাও রাখঢাক না রেখে বলে ফেললেন। আর মাস তিনেক আগে যে জিতেন্দ্রকে দলে নেওয়ার ক্ষেত্রে তীব্র আপত্তি জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, সেই তিনিই ভোল বদলে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে ‘দলবদলু’ জিতেন্দ্রকে স্বাগত জানালেন। মাস তিনেক আগেই কার্যত তৃণমূলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে বিজেপিতে যাওয়ার সিদ্ধান্তই নিয়ে ফেলেছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত দরে গেরুয়া পতাকা নেওয়ার স্বপ্নও দেখেছিলেন। কিন্তু জিতেন্দ্রকে দলে নেওয়ার তীব্র বিরোধিতা করে প্রকাশ্যেই সরব হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালরা। তাঁদের সুরে সুর মিলিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সায়ন্তন বসু।জিতেন্দ্রকে দলে নেওয়া নিয়ে বাবুলদের সেই বিদ্রোহ মেনে নিতে পারেননি অমিত শাহ-জেপি নাড্ডারা। বিজেপিতে যোগ দেওয়ার প্রথম চেষ্টা ধাক্কা খেলেও গেরুয়া চোলা পরার জন্য কোনও খামতি রাখেননি আসানসোলেন প্রাক্তন মেয়র। গোপনে যোগাযোগ রেখে চলেছিলেন বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে। সোমবার রাতে দিল্লি থেকে পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্ব নানা অভিযোগে অভিযুক্ত জিতেন্দ্রকে দলে নেওয়ার ছাড়পত্র দেন। আর সেই ছাড়পত্র পেয়ে সময় নষ্ট না করে এদিন হুগলির বৈদ্যবাটিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভামঞ্চে হাজির হয়ে গেরুয়া নামাবলী গায়ে পড়ে নিয়েছেন আসানসোলের বিতর্কিত নেতা।আর জিতেন্দ্রের বিরুদ্ধে এদিন সুর নরম করে তাঁকে দলে স্বাগত জানিয়েছেন বাবুল সুপ্রিয়। তিনি বলেছেন, ‘কেউ যদি নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের কাজ করতে চান, তাঁকে বিজেপিতে স্বাগত। উনি এলে আমাদের দল শক্তিশালীই হবে।’
in বাংলা, ব্রেকিং নিউজ, রাজনীতি, শিরোনাম