নয়াদিল্লি: করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে ভারত সকল প্রতিকূলতাকে পরাজিত করেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দাভোস সম্মেলনে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি বলেছেন ভারতের এই সফল্য গোটা বিশ্বের সাফল্যকে প্রভাবিত করবে। তিনি বলেন, করোনা-কালেই ভারত আত্মনির্ভর দেশ গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যেই সেই পরিকল্পনা বাস্তবায়িত করার পথে অনেকটা এগিয়ে গেছে। এই প্রসঙ্গে মোদীর বার্তা মাত্র ১২ দিনেই ভারতে ২.৩ মিলিয়ন মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। আগামী দিনে ৩০০ মিলিয়ন টার্গেট রয়েছে ভারতের। আরো বেশ কিছু টিকা তৈরি হচ্ছে ভারতে যা শিগগিরই বাজারে আসবে বলেও জানান মোদি। তিনি বলেন, একটা সময় ছিল যখন সকলেই বলেছে যে ভারতে করোনার সুনামি আসবে। ভারত প্রবল দুর্যোগের মধ্যে পড়ে যাবে করোনা নিয়ে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। সেই জায়গা থেকে বর্তমানে ভারত ১৫০ টি দেশে অত্যাবশ্যকীয় কোভিড সামগ্রী পাঠিয়েছে। আর এই ঘটনাই প্রমাণ করে দেয় যে কীভাবে ইতিবাচক মনোভাব নিয়ে ভারত এই লড়াই লড়েছে।
in দেশ, ব্রেকিং নিউজ, শিরোনাম, স্বাস্থ্য
করোনার বিরুদ্ধে লড়াইয়ে সফল ভারত : মোদি
- 2shares
- 2shares