আসানসোল: আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রবিবার আসানসোলে বিজেপি পরিবর্তন যাত্রার রোড শো শেষে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন দলনেত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। সঙ্গে বলেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপিকেই চাই।’
এদিন শুভেন্দু তৃণমূলের ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানকে কটাক্ষ করে এদিন শুভেন্দু বলেন, ‘আপনাকে বাংলার মানুষ কী চোখে দেখে জানেন? অনুপ্রবেশকারীদের ফুফু, আর রোহিঙ্গাদের খালু। এই চোখে দেখে বাংলার লোক’। এদিন উপস্থিত জনতাকে সাবধান করে শুভেন্দু ফের বলেন, ‘বাংলাকে কাশ্মীর হতে দেখতে না চাইলে তৃণমূলকে তাড়ান। নইলে নিজেদের অবস্থা কাশ্মীরি পণ্ডিতদের মতো হবে।’অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআইয়ের নোটিশ প্রসঙ্গেও এদিন মুখ খোলেন শুভেন্দু। বলেন, ‘উনি বলেছিলেন প্রমাণ করতে পারলে ফাঁসিকাঠে চলে যাবেন। আমরা কারও মৃত্যু চাই না। দেশের আইন অনুসারে বিচার হোক। মানুষ সবটা জানুক।’