শান্তিনিকেতন: প্রায় ৬ ঘণ্টা ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকাদের দফতরে ডেকে আটকে রাখার অভিযোগ। অভিযোগ খোদ উপাচার্যের বিরুদ্ধেই! এই ঘটনায় শান্তিনিকেতন থানায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ জানালেন কয়েকজন অধ্যাপক। জানা গিয়েছে, শুক্রবার উপাচার্যের বিরুদ্ধে সই সংগ্রহ নেমেছিলেন কয়েকজন অধ্যাপক ও অধ্যাপিকা। তারপরেই নাকি তাঁদের দফতরের ঘরে ডেকে আটকে রাখেন উপাচার্য! এই খবর ছড়িয়ে যাওয়ায় তীব্র উত্তেজনা তৈরি হয়। প্রসঙ্গত, গত কয়েকমাস ধরেই বিভিন্ন ঘটনায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তবে এদিন ঘটল আর এক বেনজির ঘটনা। ঠিক কী ঘটেছে?জানা গিয়েছে, শুক্রবার সকালে উপাচার্যের বিরুদ্ধে সই সংগ্রহে নেমেছিলেন কয়েকজন। অভিযোগ, এদিন দুপুর ১২ টায় ওই সকল অধ্যাপক অধ্যাপিকাদের দফতরে ডেকে পাঠান উপাচার্য। তাঁদের কাছে সই সংগৃহিত কাগজ ফেরত চান উপাচার্য। কিন্তু তা দিতে অস্বীকার করলে ওই অধ্যাপকদের প্রায় ৬ ঘন্টা তাঁদের আটকে রাখেন উপাচার্য! এই ঘটনায়, শান্তিনিকেতন থানায় উপাচার্যের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন দুই অধ্যাপক।
in বাংলা, ব্রেকিং নিউজ, শিক্ষা, শিরোনাম
অধ্যাপক-অধ্যাপিকাদের আটকে রাখার অভিযোগ বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে
- 2shares
- 2shares