in খেলা, ছবি, ,

সামাজিক ক্ষেত্রে অসহিষ্ণুতার প্রতিফলন বর্ণবিদ্বেষ

সুপ্রিয় অধিকারী

জাতি বিদ্বেষ মূলক মন্তব্য সিডনি টেস্টের পিছু ছাড়ছে না। রবিবার ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ অভিযোগ করেন তিনি বাউন্ডারি লাইন ফিল্ডিং করার সময় গ্যালারি থেকে তাকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করা হতে থাকে। ভারতীয় অধিনায়ক অজিঙ্ক রাহানে মাঠের আম্পায়ারদের ঘটনাটি জানালে তারা চা বিরতির আগে 10 মিনিট খেলা বন্ধ রেখে মাঠের কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের বিষয়টি দেখতে বলেন। নিরাপত্তারক্ষীরা স্ট্যান্ড স্ট্যান্ড ছয় সাত জন লোককে মাঠের বাইরে বের করে দেন । গত শনিবার ভারতীয় বোর্ড আইসিসির কাছে ক্রমাগত হয়ে চলা এই বর্ণবিদ্বেষী মূলক ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ জানান। ক্রিকেট অস্ট্রেলিয়া এই বিষয়ে নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং অপরাধীদের যথাযথ শাস্তি দেওয়া হবে এ বিষয়ে আশ্বস্ত করেছেন ।এ প্রসঙ্গে উল্লেখ করা যায় বিভিন্ন খেলার মাঠে বর্ণবিদ্বেষ এবং জাতিবিদ্বেষ আবার মাথাচাড়া দিয়ে উঠছে। ফুটবল মাঠ ,টেনিস কোর্ট, ক্রিকেট মাঠ কোন খেলায় বাদ যাচ্ছেনা। সারা বিশ্বজুড়ে সামাজিক ক্ষেত্রে যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে, এ তারই প্রতিফলন। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কে এবং প্রশাসনকে এ বিষয়ে কড়া পদক্ষেপ নিতে হবে। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও অতীতে এই বর্ণবিদ্বেষী মূলক মন্তব্যের শিকার হয়েছেন তিনি ট্যুইট করে জানিয়েছেন জাতিগত অপমান কোনোভাবেই সহ্য করা যাবে না। অতীতেও বিভিন্ন ভারতীয় দল এবং উপমহাদেশের অন্যান্য দল অস্ট্রেলিয়ায় এই সমস্যার সম্মুখীন হয়েছে। সুতরাং আইসিসিকে আর দেরি না করে অস্ট্রেলীয় বোর্ডকে সতর্ক করতে হবে এবং প্রয়োজন হলে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার দিকে এগোতে হবে।

What do you think?

0 points
Upvote Downvote

Written by News Editor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

নন্দীগ্রামের পুনরাবৃত্তি পুরুলিয়ায়, শুভেন্দুর সভায় বিশৃঙ্খলা