in বাংলা, , শিক্ষা,

শিক্ষক-পুলিশ ‘খণ্ডযুদ্ধে’ ধন্ধুমার বিধানসভা চত্বর

কলকাতা: শিক্ষক-পুলিশ ‘খণ্ডযুদ্ধে’ ধন্ধুমার বিধানসভা চত্বর । সমকাজে, সমবেতন, স্থায়ীকরণ, মেডিক্যাল সুবিধা-সহ একাধিক দাবিতে বুধবার বিধানসভার ৬ নম্বর গেটে বিক্ষোভ দেখান শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। বিধানসভার গেট টপকে ভিতরে ঢোকারও চেষ্টা চলে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ লাগার উপক্রম হয়। পরে বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বুধবার থেকেই শুরু বিধানসভার অধিবেশন। তার আগেই মুক্ত মঞ্চের বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায় বিধানসভা চত্বরে। বিধানসভার ভিআইপি গেটে উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলা পার্শ্ব শিক্ষকরা। শুধু শিক্ষিকাই নন, ছিলেন অস্থায়ী সহায়িকারাও। এদিন সকাল ১১টা নাগাদ আচমকা একদল মহিলা শিক্ষিকা বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুহূর্তে বিধানসভার ৬ নম্বর গেটের একেবারে মাথায় উঠে পড়েন। এদিকে এই বিক্ষোভ নিয়ে পুলিশের কাছে আগাম কোনও খবর না থাকায় তারাও একেবারেই প্রস্তুত ছিল না। সেখানে হাজির ছিলেন না মহিলা পুলিশও। প্রথমে কর্তব্যরত পুলিশ কর্মীরাই ওই শিক্ষিকাদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতে লাভ হয়নি বলে অভিযোগ। পরে মহিলা পুলিশও আসে। অনেক বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

What do you think?

0 points
Upvote Downvote

Written by News Editor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

নর্থইস্টের কাছে দাঁড়িয়ে থেকে হার এটিকে এমবির

কৃষক আন্দোলনে ফাটল, আন্দোলন থেকে সরে দাঁড়ালো দুই সংগঠন