in বাংলা, বিনোদন, , রাজনীতি,

শতাব্দীর দিল্লি যাত্রা নিয়ে দিনভর নাটক

নিজস্ব প্রতিনিধি: : শেষ মুহূর্তে মতবদল শতাব্দী রায়ের। শনিবার দিল্লি যাওয়ার কথা থাকলেও শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়ে দিলেন, আপাতত দিল্লি যাচ্ছেন না। বৃহস্পতিবার ফেসবুকে দলের বিরুদ্ধে যাওয়ার পর শুক্রবার নিজের মুখেই শতাব্দী বলেন, ‘শনিবার সকাল ৭টায় দিল্লি যাচ্ছি। অমিত শাহের সঙ্গে দেখা করব কি করব না, সেটা বলছি না। করলেও অস্বাভাবিক কিছু নয়।’ শুধু তাই নয়, দলের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে তিনি বলেন, ‘ভোটারদের কাছে যাওয়ার দায় রয়েছে আমার। যে কাজটা আমি ১০০ শতাংশ দায়িত্বের সঙ্গে করি ও করছি, এবং তা প্রমাণও করেছি। তা সত্ত্বেও আমায় প্রশ্নের মুখোমুখি হতে হয়, আপনাকে দেখতে পাচ্ছি না কেন কোনও অনুষ্ঠানে? কেন এলাকায় আসছেন না? এই উত্তর তো আমি দেব না। আমার তো এতে দোষ নেই।’ এরপরই আসরে নামে তৃণমূল। কুণাল ঘোষকে শতাব্দীর বাড়িতে পাঠানো হয়। ফোন করেন সাংসদ সৌগত রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু কুণালের সঙ্গে বৈঠকের মাঝেই দিল্লি থেকে শতাব্দীকে ফোন করেন বিজেপি নেতা মুকুল রায়। শনিবার, অমিত শাহের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুকুল-শতাব্দীর কথাবার্তা হয় বলে সূত্রের খবর। ঠিক যখন মনে করা হচ্ছিল, আর শতাব্দীকে ধরে রাখতে পারবে না তৃণমূল, তখনই আসরে নামেন অভিষেক। তারপরই শতাব্দীর মতবদল।

What do you think?

0 points
Upvote Downvote

Written by News Editor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রথম দিনেই চোট নভদীপের, বিপাকে ভারত