in দেশ, ,

লাদাখ সীমান্ত থেকে পিছু হঠেছে চিন, সাংসদে দাবি রাজনাথের

নয়াদিল্লি: ভারত-চিন দুইদেশের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই লাদাখ সীমান্ত থেকে পিছু হঠার কথা জানাল চিন। বৃহস্পতিবার সংসদে এমনটাই জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন রাজনাথ বলেন ভারত ও চিনের সেনা ও কূটনৈতিক স্তরে বেশ কয়েক দফা দ্বিপাক্ষিক বৈঠকের পর সীমান্তে সেনা ও ভারী অস্ত্রশস্ত্র প্রত্যাহারে সম্মত হয়েছে চিন। যার ফলে দীর্ঘদিন ধরে সীমান্তে মুখোমুখি সংঘাতের আবহ কিছুটা হলেও কমবে বলে মনে করছে বিশেষজ্ঞমহল। এদিন রাজ্যসভায় দেশকে আশ্বস্ত করে প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, প্যাংগং হ্রদের ফিঙ্গার ৮ থেকে সেনা প্রত্যাহার করবে চিন। ফিঙ্গার ৩ পর্যন্ত থাকবে ভারতীয় বাহিনী। তবে এক ইঞ্চি জমিও ছাড়বে না ভারত। গোটা প্রক্রিয়ার উপর আকাশপথে নজরদারি চালানো হবে। প্যাংগংয়ে সমরসজ্জা কমলে লাদাখে একাধিক দফায় অন্য ফরোওয়ার্ড পোস্ট থেকে জওয়ানদের সরানো হবে। সব মিলিয়ে, সীমান্ত সংঘাত মিটিয়ে ফেলার পক্ষেই মত দিয়েছে দুই দেশ।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাঁচমাসের শিশুকন্যার জন্য প্রধানমন্ত্রীর পদক্ষেপ মন জিতল বিরোধীদের

করোনার টিকাকরণ শেষ হলেই নাগরিকত্ব, ঠাকুরনগরে আশ্বাস শাহর