in বাংলা, , শিক্ষা,

রাজ্যের স্কুলগুলি খুলতে পারে ১২ ফেব্রুয়ারি, জানালেন শিক্ষামন্ত্রী

কলকাতা: করোনা–কালে প্রায় বছরখানেক বন্ধ থাকার পর অবশেষে স্কুল খোলার ব্যাপারে সবুজ সংকেত দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্যের স্কুলগুলি খুলতে পারে ১২ ফেব্রুয়ারি। প্রাথমিকভাবে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু করা হতে পারে। অর্থাৎ নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা আপাতত যেতে পারবে স্কুলে। মঙ্গলবার এ কথাই জানালেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলেজ খোলা নিয়ে আগামীকাল, বুধবার বৈঠক হবে বলে জানা গিয়েছে।

কোভিড বিধি মেনেই খোলা হবে স্কুল। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হবে বিশেষ ক্লাস। পড়ুয়াদের ক্লাসে পাঠাতে অভিভাবকদের অনুমতি লাগবে, জানিয়েছে শিক্ষামন্ত্রী।একই সঙ্গে অষ্টম শ্রেণী পর্যন্ত এখনই স্কুল খোলার কোনও ভাবনা নেই বলে তিনি জানান। কারণ তিনি বলেন যে, বাংলা সহ গোটা দেশে করোনার হার কমলেও তা পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাই এখনও সতর্কতা অবলম্বন করে চলতে হবে।যে সব স্কুল খুলবে, তার সঠিক ভাবে স্যানিটাইজেশন পদ্ধতি শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতিতে পড়ুয়াদের সুরক্ষার কথা বিবেচনা করে রাজ্য সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছিলেন তিনি। ভাগ করে পড়ুয়াদের স্কুলে আনা যায় কি না, তা নিয়েও আলোচনা করার কথাও বলেন পার্থবাবু।

এদিন দলীয় বৈঠকের ফাঁকে শিক্ষামন্ত্রী বলেন যে, স্বাস্থ্য বিধি মেনে স্কুল চালুর জন্য একটি গাইডলাইন তৈরি করা হচ্ছে। এরপর স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের মতামত জানা হবে। তবে কোনও স্কুল খুলতে না চাইলে, জোর করা হবে না বলেই স্পষ্ট করেন পার্থবাবু।

ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন সরকারের কাছে বিশ্ববিদ্যালয় খোলার দাবি জানিয়েছে। এই প্রেক্ষিতে আলোচনার জন্য বুধবার রাজ্য পরিচালিত সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক রয়েছে।

What do you think?

0 points
Upvote Downvote

Written by News Editor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফের অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

বেহালায় নেমেই পার্থকে তোপ শোভনের