in বিদেশ, , রাজনীতি,

বিদায়কালে ইতিহাস! ইমপিচমেন্টের মুখে ট্রাম্প

ওয়াশিংটন: বিদায়কালে ইতিহাস তৈরি করলেন ডোনাল্ড ট্রাম্প। দু’বার ইমপিচমেন্টের মুখে পড়তে হল ডোনাল্ড ট্রাম্পকে। বুধবারই মার্কিন হাউসে ইমপিচমেন্ট প্রস্তাবে এনেছেন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ হাউসে পাশ হয়েছে ট্রাম্পের ইমপিচমেন্ট প্রস্তাব। হাউসে ট্রাম্পের ইমপিচমেন্টের পক্ষে ভোট পড়েছিল ২৩২ আর বিপক্ষে ১৯৭। ১০ জন রিপাবলিকান সেনেটরও ভোট দিয়েছেন ট্রাম্পের বিপক্ষে। মার্কিন সংবিধানের ২৫-তম সংশোধন অনুযায়ী, এবার ট্রাম্পের ইমপিচমেন্ট বিল যাবে সেনেটের ট্রায়ালে। সেখানে যদি ট্রাম্পের বিপক্ষে দুই-তৃতীয়াংশ ভোট পড়ে তাহলেই ইমপিচ করা যাবে ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু মেয়াদ থাকাকালীন ট্রাম্পের ইমপিচমেন্টের সম্ভাবনা নেই বললেই চলে। ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন জো বাইডেন। অর্থাৎ ট্রাম্পের ইমপিচমেন্ট প্রস্তাব সেনেটের ট্রায়ালে ভোটাভুটি হওয়ার আগেই মসনদ হারাবেন তিনি।

What do you think?

0 points
Upvote Downvote

Written by News Editor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সাগর সঙ্গমে পুণ্যস্নান পুণ্যার্থীদের