in দেশ, বিজ্ঞান, ,

পৃথিবীর দূষিততম রাজধানী হল নয়াদিল্লি

বিশেষ প্রতিবেদন: গ্রিনপিস সাউথ এশিয়ার রিপোর্ট অনুযায়ী পৃথিবীর সবচেয়ে দূষিত রাজধানী হল নয়াদিল্লি। দিল্লিতে বায়ু দূষণের কারণে বছরে প্রায় ৫৪ হাজার মানুষের মৃত্যু হয়। এই রিপোর্ট অনুযায়ী পৃথিবীর সবচেয়ে জনবহুল পাঁচটি শহর- টোকিও, সাংহাই, সাও পাওলো, মেক্সিকো সিটি, এবং নিউ দিল্লিতে বায়ু দূষণের কারণে বছরে ১ লক্ষ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়। গ্রিনপিসের অবিনাশ চাঁচল বলেছেন, যখন কোন সরকার শক্তির পরিষ্কার উৎস যথা বায়ু, সূর্যের আলোর চেয়ে কয়লা, তেল এবং গ্যাসকে শক্তির উৎস হিসেবে বেশি ব্যবহার করে তখন আমাদের শরীর তার মুল্য দেয়। ফসিল ফুয়েল থেকে নির্গত পি.এম 2.5 শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকারক পদার্থ হিসেবে বিবেচিত হয়। এটি ফুসফুস ও হৃদপিন্ডের ক্ষতি করে এবং অ্যাজমার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই এই সংস্থা সরকার কে কয়লার ব্যবহার কমানোর জন্য নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে বিরত থাকতে এবং পুরাতন তাপ বিদ্যুত কেন্দ্র গুলি ক্রমান্বয়ে বন্ধ করার জন্য অনুরোধ করেছেন। পরিবর্তে অচিরাচরিত শক্তির ব্যবহার বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

What do you think?

0 points
Upvote Downvote

Written by News Editor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পেপের হাতেই উঠতে চলেছে ইপিএলের খেতাব

নতুন রূপে পথ চলা শুরু মেট্রো সিনেমার