নয়াদিল্লি: পাঁচ মাসের কন্যা শিশুর জন্য প্রধানমন্ত্রীর পদক্ষেপ মন জিতেছে বিরোধীদের। যা দেখে বাহবা দিচ্ছে ভারতবাসীদের একাংশ। কি হয়েছে ঘটনাটি? জানা গিয়েছে, বিরল রোগে আক্রান্ত একরত্তি শিশুকন্যা তিরা কামাত। জেনেটিক রোগে আক্রান্ত তিরার চিকিৎসার জন্য ওষুধ আনতে হচ্ছে আমেরিকা থেকে। দাম ১৬ কোটি টাকা। যার জন্য জিএসটি পড়ছে ৬ কোটি টাকা। নরেন্দ্র মোদী নিজের উদ্যোগে ওই কন্যা শিশুর জন্য মুকুব করে দিয়েছেন সম্পূর্ণ জিএসটি।জানা গিয়েছে, গতবছর অক্টোবর মাসে অসুখের কথা প্রকাশ্যে আনেন তিরা কামাতের মা বাবা। এই বিরল রোগের চিকিৎসায় প্রয়োজন বিপুল অর্থের। এরপর জানুয়ারি মাসে নরেন্দ্রমোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে কথা বলেন তাঁরা। পাশাপাশি জিএসটি মুকুব করার জন্য বিরোধীপক্ষ দেবেন্দ্র ফার্নোভিস প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে চিঠিতে অনুরোধ করেন। সমস্ত অনুদান এক জায়গায় করে ১৬ কোটি টাকা জোগার করা সম্ভব হয়েছে। কিন্তু বাকি টাকা জিএসটির জন্য যা বরাদ্দ তা জোগার করা সম্ভব নয় তাদের পক্ষে। এর উত্তরে মোদী জানিয়েছেন, আমদানিকৃত জীবন-রক্ষাকারী ওষুধের শুল্ক ছাড় দেওয়া হবে তিরার জন্য।
in দেশ, ব্রেকিং নিউজ, শিরোনাম, স্বাস্থ্য
পাঁচমাসের শিশুকন্যার জন্য প্রধানমন্ত্রীর পদক্ষেপ মন জিতল বিরোধীদের
- 2shares
- 2shares