in দেশ, বাংলা, , , স্বাস্থ্য

দেশজুড়ে শুরু হল করোনার টিকা দেওয়ার কর্মসূচি

নয়াদিল্লি: টিকা দেওয়া হলেও, সতর্কতা যেন বজায় থাকে, আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এদিন করোনার প্রতিষেধকের উদ্বোধনে এমনটাই জানিয়েছেন মোদি। এদিন ভারতে প্রস্তুত ৩০ কোটি টিকার মধ্যে প্রাথমিক ভাবে স্বাস্থ্যকর্মীদের ৩ লক্ষ করোনা ভাইরাসের প্রতিষেধক দেওয়া হচ্ছে। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই গোটা দেশে শুরু হয়ে গিয়েছে। যার শুভ উদ্বোধন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মোদি দেশের সমস্ত বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছেন যারা এত কম সময়ে করোনার ভ্যাকসিন প্রস্তুত করেছেন। ভ্যাকসিন আবিস্কার করা হলেও, বিপদের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সতর্কতা বজায় রাখার আর্জি জানিয়েছেন মোদি। তিনি আরও জানিয়েছেন, প্রতিষেধক এসে গিয়েছে মানে এই নয় যে আমরা মাস্ক পরা ছেড়ে দেব, স্যানিটাইজ করব না, সামাজিক দূরত্ব বজায় রাখব না। সবকিছুই পালন করতে হবে আগের মতোই। দেশবাসীকে আর্জি জানিয়ে মোদি বলেছেন, সকলে কিন্তু এখনই নিশ্চিন্ত হয়ে মাস্ক খুলে, অসেচতন হয়ে ঘুরবেন না। ভ্যাকসিনের প্রথম ডোজ এটি, এরপর দ্বিতীয় ডোজ দিলে তবেই শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়বে। তাই সতর্ক থাকুন। এদিকে, করোনা ভাইরাস নিয়ে ফের কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজ্যে এই টিকাকরণ প্রক্রিয়া চলার সময় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন রাজ্যে কেন্দ্রীয় সরকার কম টিকা পাঠিয়েছে। কিন্তু তাতে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই কারণ, রাজ্য সরকার রাজ্যের সব নাগরিককে বিনা পয়সায় এই টিকা দেবে।শনিবার এই টিকাকরণ পর্ব চলার সময় সব জেলার জেলাশাসক-সহ স্বাস্থ্য কর্মীদের একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর একটা থেকে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমগ্র ভ্যাকসিন পর্ব দেখভাল করছিলেন মুখ্যসচিব। তাঁর ফোন থেকেই জেলাশাসকদের একথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার রাজ্যে কম পরিমাণ ভ্যাকসিন পাঠিয়েছে। এতে সবার ভ্যাকসিন দেওয়া হবে না। কিন্তু তাতে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। রাজ্য সরকার সবাইকেই এই ভ্যাকসিন দেবে।

What do you think?

0 points
Upvote Downvote

Written by News Editor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফের মমতাকে তোপ শুভেন্দুর