in বিনোদন, ,

দুবছর পর জামিন পেলেন শ্রীকান্ত মোহতা

কলকাতা: দুবছর পর শর্ত সাপেক্ষ জামিন পেলেন ভেঙ্কটেশ ফিল্মস-এর অন্যতম কর্ণধার শ্রীকান্ত মোহতা। সোমবার সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে। রোজভ্যালির চিটফান্ড মামলায় ২০১৯ সালের জানুয়ারি মাসে তাঁকে গ্রেফতার করে সিবিআই। তাঁর গ্রেফতারিতে হইচই পড়ে গিয়েছিল বাংলা বিনোদন জগতে। শ্রীকান্তের বিরুদ্ধে অভিযোগ ছিল, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর থেকে কয়েক কোটি টাকা নিয়েছিলেন তিনি। কথা ছিল, এই টাকার বিনিময়ে রোজভ্যালির ব্যানারে নির্দিষ্ট সংখ্যক ছবি তৈরি করে দেবেন। কিন্তু বাস্তবে তেমনটা নাকি হয়নি। এরপরই ২০১৯ সালের এরকমই এক জানুয়ারিতে রোজভ্যালি মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। এরপর প্রায় দু’বছর ভুবনেশ্বরের জেলেই বন্দি ছিলেন তিনি।শ্রীকান্তের জামিনের খবরে স্বস্তিতে তাঁর পরিবার, বন্ধুমহল। অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন, “খুবই আনন্দের খবর। বিচার ব্যবস্থার উপর আমাদের সবার ভরসা ছিল। বাংলা চলচ্চিত্র জগতে উনি এমন একজন যাঁর অবদান সকলেই জানেন। বাংলা বিনোদন জগতে ভাবনার একটা পরিবর্তন এসেছে তাঁর হাত ধরে। আইনি জটিলতা মিটিয়ে শ্রীকান্ত মোহতার আবার কাজের জায়গায় ফিরে আসা বাংলা সিনেমা ও ওয়েব ইন্ডাস্ট্রিকে নতুন করে এগিয়ে নিয়ে যাবে। শুধু আমরা বন্ধুরা নই, তাতে গোটা টলিউড খুশি হবে।”

What do you think?

0 points
Upvote Downvote

Written by News Editor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

জন সহায়তা কেন্দ্রে হামলার প্রতিবাদে শুভেন্দুর পদযাত্রা