in দেশ, , , স্বাস্থ্য

কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে পুনে থেকে দিল্লি রওনা বিশেষ বিমানের

পুনে: পুনে এয়ারপোর্ট অথরিটির টুইট থেকে জানা যাচ্ছে যে জাতীয় টিকা করন কর্মসূচী শুরু হওয়ার চারদিন আগেই আজ সকাল আটটা নাগাদ স্পাইসজেট এর বিমানে করে কোভিশিল্ডের প্রথম ব্যাচ পুনে থেকে দিল্লি পাঠানো হয়েছে। এয়ারপোর্ট থেকে ১৫ কিলোমিটার দূরে সেরাম ইনস্টিটিউটের স্টোর থেকে ভোর পাঁচটার সময় বেরিয়ে তিনটি রেফ্রিজারেটেড ট্রাকে করে এই টিকা গুলি এয়ারপোর্টে এসে পৌঁছায়। তারপর স্পাইসজেট এর বিমানে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় । অন্য কেন্দ্রীয় স্টোরগুলোতে ও যথা কলকাতা চেন্নাই এবং মুম্বাইতে ও আজকেই কোভিশিল্ড ভ্যাকসিন পৌঁছে যাবে। সব মিলিয়ে ৯টি বিমানে করে সারাদেশের বিভিন্ন জায়গায় ৫৬.৫ লাখ কোভিড ভ্যাকসিন আজ পাঠানো হবে।

এদিকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে প্রথম পর্যায়ের কোভিদ নাইনটিন ভ্যাকসিনের ভায়াল আজ মঙ্গলবার কলকাতায় এসে পৌঁছাবে। এয়ারপোর্ট থেকে এই ভায়ালগুলিকে বাগবাজারের কেন্দ্রীয় ডিপোতে সংরক্ষণ করা হবে। এর জন্য প্রয়োজনীয় কুলার এবং ফ্রিজার এর ব্যবস্থা করা হয়েছে। সম্ভবত বুধবার থেকে বিভিন্ন জেলায় এই টিকা সরবরাহ করা শুরু হবে। এই বিষয়ে প্রয়োজনীয় পরিবহনের এর ব্যবস্থা করা হয়েছে ।গত সপ্তাহে সরকার জানিয়ে ছিল যে ১৬ ই জানুয়ারি থেকে টিকাকরণ এর কাজ শুরু হবে। প্রথমে স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির বীরযোদ্ধাদের টিকা দেওয়া হবে।

What do you think?

0 points
Upvote Downvote

Written by News Editor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Benefits and drawbacks of dating a Ukrainian and so what can you anticipate this kind of a relationship?