in অর্থনীতি, দেশ, ,

কৃষক আন্দোলনে ফাটল, আন্দোলন থেকে সরে দাঁড়ালো দুই সংগঠন

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল ঘিরে দিল্লির বুকে বিশৃঙ্খলার ঘটনায় ক্ষুব্ধ দুই কৃষক সংগঠন নিজেদের সরিয়ে নিল। বুধবার রাষ্ট্রীয় কিষাণ মজদুর সংগঠন ও ভারতীয় কিষাণ ইউনিয়ন নামে দুই কৃষক সংগঠন কৃষি আইনের বিরুদ্ধে চলা আন্দোলন থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করে।মজদুর সংগঠনের নেতা ভিএম সিং বলেন, ‘‘আমরা এমন কারও সঙ্গে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে চাই না, যাদের উদ্দেশ্য আসলে অন্য কিছু।’’ আন্দোলনকারীদের শুভেচ্ছা জানিয়ে ভিএম সিং পরিষ্কার জানিয়ে দেন, আর এই আন্দোলনের অংশ হবেন না তাঁরা। তিনি যোগ করেন, ‘‘ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি না পাওয়া পর্যন্ত কৃষকদের এই আন্দোলন জারি থাকবে। কিন্তু সেটা এভাবে নয়। আমরা এখানে কাউকে শহিদ করতে আসিনি, কাউকে মার খেতে দেখতেও আসিনি।’’অন্যদিকে, রাজধানীতে মঙ্গলবারের ঘটনায় প্রায় ২০০ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দায়ের হয়েছে ২২টি এফআইআর। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত বছরের নভেম্বর থেকে দিল্লি সীমানায় আন্দোলন করছেন কয়েক হাজার কৃষক। এতদিন তাঁদের আন্দোলন মোটের উপর শান্তিপূর্ণই ছিল। কিন্তু প্রায় দু’মাসের আন্দোলন এবং সরকার পক্ষের সঙ্গে ১১ দফা আলোচনার পর ছন্দপতন ঘটে প্রজাতন্ত্র দিবসে।

What do you think?

0 points
Upvote Downvote

Written by News Editor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষক-পুলিশ ‘খণ্ডযুদ্ধে’ ধন্ধুমার বিধানসভা চত্বর

হাসপাতালে সৌরভ, তবে আপাতত সুস্থ মহারাজ