in খেলা, , , স্বাস্থ্য

সৌরভ ভালো আছেন জানালেন দেবী শেঠী

কলকাতা: মঙ্গলবার সকালে উডল্যান্ড হাসপাতালে সৌরভকে দেখলেন ডাক্তার দেবী শেঠী। আলোচনা করেন মেডিক্যাল বোর্ডের সঙ্গেও। তারপর সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “সৌরভের হার্ট ভীষণ স্ট্রং। কয়েক সপ্তাহ বিশ্রাম নেওয়ার পর ফের স্বাভাবিক কাজ করতে পারবেন বিসিসিআই সভাপতি। এক্সারসাইজ, খেলাধূলাও করতে পারবেন। কোনও সমস্যা হবে না।”একই সঙ্গে উডল্যান্ড হাসপাতালে সৌরভকে যে চিকিৎসকরা দেখছেন তাঁদেরও ভূয়সী প্রশংসা করেন ডাক্তার শেঠী। তিনি বলেন, “হাসপাতালের সমস্ত চিকিৎসকরা খুব ভালো কাজ করেছেন। শনিবার থেকে এ পর্যন্ত যে ভাবে তাঁরা সৌরভের চিকিৎসা করেছেন এবং স্বাস্থ্যের উন্নতি ঘটিয়েছেন, তা এক কথায় অভূতপূর্ব।”ডাক্তার শেঠী বলেন, “আমি শুনছিলাম কেউ কেউ বলছেন, সৌরভের হার্ট অকেজো হয়ে গিয়েছে। কিন্তু তা একেবারেই বাজে কথা। করোনারি আর্টারিতে তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় ব্লকেজ ছিল। যেটি সবচেয়ে বড় ব্লকেজ সেটিতে ইতিমধ্যেই অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে। সৌরভের হার্ট একদম ঠিক আছে। আবার স্বাভাবিক কাজ কর্ম করতে পারবেন।ফিজিক্যাল এক্সারসাইজেও কোনও সমস্যা হবে না। যেমন জীবনযাপন করতেন সেটাই করতে পারবেন শুধু কয়েকটি বিষয়ে ওঁকে একটু সতর্ক হয়ে চলতে হবে। ব্যস এটুকুই। এর বেশি আর কিচ্ছু নয়।” পাশাপাশি বুধবার তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলেও তিনি জানান।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেশজুড়ে চলা কটাক্ষের জবাব দিল ভারত বায়োটেক