in বাংলা, , রাজনীতি,

সবংয়ের সভা থেকে তৃণমূলকে পালটা দাওয়াইয়ের হুঁশিয়ারি শুভেন্দুর

খড়গপুর: সবংয়ের সভা থেকে তৃণমূলকে পালটা দাওয়াইয়ের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। দলীয় কর্মীদের উপর হামলা করা হচ্ছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের সুর চড়িয়েছে বিজেপি। আর সেই অভিযোগকে হাতিয়ার করেই সবংয়ের সভা থেকে তৃণমূলকে কার্যত হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। সোমবার সবংয়ের জনসভায় শুভেন্দু অধিকারী দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “আপনাদের মারধর করলে আমাকে জানান।” তারপরই শাসক শিবিরের বিরুদ্ধে কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “কোন অসুখে কোন ওষুধ দিতে হয় তা আমরা জানি।” নির্বাচন বিধি লাগু হয়ে গেলে শাসক শিবিরের হামলা, অত্যাচার বন্ধ হবে বলেও দাবি তাঁর। আসন্ন বিধানসভা নির্বাচন আদৌ সুষ্ঠু ও অবাধ হবে কিনা, তা নিয়ে বারবারই প্রশ্নচিহ্ন তুলছে বিরোধীরা। বর্তমান বিজেপি নেতা শুভেন্দুর গলাতেও শোনা গেল সেই একই সুর। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এবার নির্বাচন হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। প্রত্যেকটি মানুষ স্বেচ্ছায় তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাবেন বলেও জানান বর্তমান বিজেপি নেতা।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হঠাৎ রাজভবনে মমতা, জল্পনা রাজনৈতিক মহলে