কাঁথি: মেদিনীপুরের যেখানেই ভোটে দাঁড়ান ৫০,০০০ হাজারের ব্যবধানে ভোটে হারাব। শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের দাইসাই বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে জনসভা থেকে নাম না করে শুভেন্দুর বিরুদ্ধে ‘দুর্নীতি’র অভিযোগ করেন অভিষেক। কাঁথির জনসভা থেকে অভিষেক বলেন, সারদা কর্তা তার চিঠিতে লিখেছেন শুভেন্দু অধিকারী আমার থেকে ছয় কোটি টাকা নিয়েছে। রাখালের সঙ্গে দেখা করিয়ে দেন শুভেন্দু অধিকারী। সুদীপ্ত সেনের চিঠিতে ‘রাখাল’-এর নাম নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। ‘রাখাল’-এর সঙ্গে গোরু পাচার কাণ্ডে জড়িত এনামুলের যোগ রয়েছে বলেও দাবি করেছেন অভিষেক। এদিন অভিষেক জানিয়েছেন, বীরঙ্গনা মাতঙ্গিনি হাজরা, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সতীশ সামন্তের মাটিকে যে কলুষিত করে তাদের মেদিনীপুরের মানুষ মেনে নেবে না। ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙে তাদের পদলেহন করে বিজেপিতে যোগ দিয়েছেন, আগামীদিনে মেদিনীপুরের মানুষ সব হিসেব বুঝে নেবে। কাঁথির সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন অভিষেকের। তবে এদিন তিনি আরও জানিয়েছেন, সরকার গড়ার তিনমাসের মধ্যেই এই বেইমানদের রাজনৈতিক অস্তিত্ব মুছে দেব। শুভেন্দু অধিকারী তার বক্তব্যে বারবার বলেন, দক্ষিণ কলকাতার মানুষেরা গোটা রাজ্য দখল করে রেখেছে। লড়াই হবে গ্রাম বনাম কলকাতার। তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক জানিয়েছেন, পূর্ব মেদিনীপুর রাজ্যে মুখ্যমন্ত্রী দেবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়াবেন। মেদিনীপুরের মাটি থেকে শুভেন্দু অধিকারী যেখানে ভোটে দাঁড়াবেন এলাকার মানুষ তাঁকে ৫০,০০০ ভোটে হারাবে। অভিষেক আরও জানিয়েছেন, সারদা ও রোজভ্যালিতে যারা টাকা রেখেছেন তারা এই বেইমানদের বাড়ি ঘেরাও করুন।
in বাংলা, ব্রেকিং নিউজ, রাজনীতি, শিরোনাম
শুভেন্দুকে মেদিনীপুরেই হারানোর চ্যালেঞ্জ অভিষেকের
- 2shares
- 2shares