আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নাম না নিয়েই আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। বললেন দুর্নীতি করে পালিয়েছেন তিনি বিজেপিতে। যদিও রাজ্য সরকার সেই দুর্নীতি তদন্ত করবে। এদিন মুখ্যমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম না করে আলিপুরদুয়ার থেকে বলেন, ‘আমাদের ওই যে ছেলেটা গেল বিজেপিতে ওর সম্পর্কে অনেকে বেশ কিছু অভিযোগ করেছে আমার কাছে। বনসহায়ক পদে নিয়োগ নিয়ে ও কিছু কারসাজি করেছে। একদম চিন্তা করবেন না রাজ্য সরকার এই ঘটনার জন্য তদন্ত শুরু করেছে। দোষীরা শাস্তি পাবে।’ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের জেরে এখন অনেকেই মনে করছেন বিজেপিতে গেলেও রাজীবকে এখুনই ক্লিনচিট দিতে রাজি নয় রাজ্যের শাসক দল। বরঞ্চ এখন থেকেই তদন্তের কাজ শুরু করে দিয়ে পরবর্তীকালে তাঁকে বড়সড় বিপাকে ফেলে দিতে পারে জোড়াফুলের সরকার। এদিন তিনি দুর্নীতি নিয়ে আরও বলেন, ‘বিজেপি হল ওয়াশিং মেশিন। সব চুরি করছে আর বিজেপিতে পালাচ্ছে। সেখানে গিয়ে সব ফর্সা হয়ে যাচ্ছে। আর বলছে বিজেপি জিতবে। বিজেপি কোনও দিন জিতবে না। তৃণমূলই জিতবে। কেউ কেউ এদিক-ওদিক দৌড়ে বেড়াচ্ছে। যে দুর্নীতি করেছে, সে তো পালিয়ে যাবেই। আমি সব জানি, কে কী করেছে। বিধানসভা ভোটের পর দেখে নেব। যাঁরা লোভী-ভোগী, আমরা তাড়ানোর আগেই তাঁরা দল ছেড়ে চলে যাচ্ছেন।’
in বাংলা, ব্রেকিং নিউজ, রাজনীতি, শিরোনাম
দুর্নীতি করে পালিয়েছেন, রাজীবকে আক্রমণ মমতার
- 2shares
- 2shares