in খেলা, ,

জাদেজা,বিহারীর পর এবার ছিটকে গেলেন বুমরাহ

সিডনি: এমনিতেই চোট-আঘাতে জর্জরিত ভারত। তার মধ্যে সিডনি টেস্টের পরদিনই আরও বড় দুঃসংবাদ ভারতীয় শিবিরে। বিসিসিআইয়ের খবর অনুযায়ী চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট (ব্রিসবেন) থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ।সিডনি টেস্টের তৃতীয় দিনে ফাইন লেগে ফিল্ডিংয়ের সময় ফিজিয়ো নীতিন প্যাটেলের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল বুমরাহকে। পেটের দিকে ইঙ্গিত করে কিছু জানাচ্ছিলেন। ম্যানেজমেন্ট কাকে মাঠের বাইরে নিয়ে যেতে চাইলেও রাজি হননি তিনি, বরং বোলিংও করেছিলেন। সূত্র মারফত পিটিআই জানিয়েছে, সূত্রের খবর অনুযায়ী ম্যাচ শেষে বুমরাহের স্ক্যান করা হয়েছিল। সেখানে দেখা যায় পেটের মাংসপেশিতে টান ধরেছে।

দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজের আগে বুমরাহের সেই চোটের পরিস্থিতি আরও খারাপ করতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সিডনিতে ফিল্ডিংয়ের সময় বুমরাহের পেটে টান ধরেছিল। বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ব্রিসবেন টেস্টের বাইরে থাকবেন বুমরাহ। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ব্রিসবেন টেস্টের আগে এমনিতেই ‘মিনি’ হাসপাতালে পরিণত হয়েছে ভারত। চোট পেয়ে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং হনুমা বিহারী। চোট আছে ঋষভ পন্ত, চেতেশ্বর পূজারাদেরও। একইসঙ্গে পিঠের ব্যথায় কাবু রবিচন্দ্রন অশ্বিন।। তার মধ্যে বুমরাহের চোটে রীতিমতো আশঙ্কা তৈরি হয়েছে। চোটের কারণে ইতিমধ্যে ইশান্ত শর্মা (অস্ট্রেলিয়ায় আসেননি), মহম্মদ শামি (একটি টেস্ট খেলেছেন) এবং উমেশ যাদবরা (দেড়টা টেস্ট খেলেছেন) নেই। সেই পরিস্থিতিতে সিডনিতে দলের অনভিজ্ঞ বোলিং বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। এবার বুমরাহের অনুপস্থিতিতে মহম্মদ সিরাজ এবং নভদীপ সাইনির সঙ্গে শার্দুল ঠাকুর বা টি নটরাজন খেলতে পারেন। সেক্ষেত্রে ভারতের তিন পেস বোলারের সাকুল্যে টেস্টের সংখ্যা হবে ১০-এর কম। যা সিরিজের নির্ণায়ক ম্যাচে রাহানের কাছে রীতিমতো চিন্তার।

What do you think?

Written by News Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ব্যাংককে কোভিড আক্রান্ত সাইনা নেহওয়াল